top of page
1st page Final_edited_edited_edited.jpg

Menu

বাংলাদেশের ৪ টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য ১৯৮৮ সালে এস এস সি বা এস এস সি সমমান পরীক্ষায় অংশগ্রহনকারী দেশ ও প্রবাসে ছড়িয়ে থাকা বন্ধুদের একটি অনলাইন প্ল্যাটফর্ম বা ফেসবুক গ্রুপ হিসেবে যাত্রা শুরু বাংলাদেশ ৮৮'র।

অন্যান্য অনলাইন গ্রুপ থেকে বাংলাদেশ ৮৮ র স্বাতন্ত্র্য হলো, ভারচুয়াল প্ল্যাটফর্মটি সময়ের পরিক্রমায় একটি বন্ধু সংগঠনে রূপান্তরিত হয়েছে, যার সাংগঠনিক ব্যপ্তি আজ দেশ-প্রবাসের প্রত্যন্ত অঞ্চল ব্যাপী বিস্তৃত।

৩ টি উদ্দেশ্যকে সামনে রেখে বন্ধু সংগঠনটি পরিচালিত হচ্ছে -
   ১. দেশ ও প্রবাসে ছড়িয়ে থাকা সকল বন্ধুদের মাঝে একটি নেটওয়ার্ক তৈরি করা
   ২. সুখে দুখে বন্ধুদের পাশে থাকা ও পরস্পরের সহযোগিতা করা
   ৩. দেশ ও সমাজের জন্য কল্যানকর কাজ করা।

বাংলাদেশ ৮৮র প্রধান দুটো শাখা- 
   ১. অনলাইন শাখা বা ভারচুয়াল উইং
   ২. সাংগঠনিক শাখা বা অরগানাইজিং উইং

অনলাইন শাখাকে বন্ধু সংগঠনটির 'প্রধান ফটক' বলা যেতে পারে। বাংলাদেশ ৮৮'র অনলাইন শাখার মাধ্যমেই মুলতঃ দেশ ও বিশ্বময় ছড়িয়ে থাকা ৮৮ সালে এসএসসি পাশ করা সকল বন্ধুর অনুপ্রবেশ ঘটছে বন্ধু সংগঠনটিতে। বিনোদন, ভারচুয়াল আড্ডা, শুভেচ্ছা বিনিময়, ছবি, গান শিল্প সাহিত্য, গ্রুপের বিভিন্ন বিষয় সমুহের আপডেট সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মটিকে গতিশীল রেখেছে একদল মেধাবী এডমিন প্যানেলের সদস্যরা।

সাংগঠনিক শাখার কার্যক্রম পরিচালিত হয় জেলা, মহানগর ও প্রবাস প্যানেল (ইউনিট) এবং কয়েকটি ফোরামের মাধ্যমে।

ইউনিট প্যানেলগুলো নিজ নিজ ইউনিটে ৮৮র বন্ধুদের সংগঠিত করছে। বন্ধু মিলনমেলা, ফোরাম সমুহের কার্যক্রম বাস্তবায়ন সহ বাংলাদেশ ৮৮র নেটওয়ার্ককে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্বময় ছড়িয়ে দেবার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সুদক্ষ ইউনিট প্যানেলগুলো। 

গ্রুপের লক্ষ্যকে সামনে রেখে এক একটি নির্দিষ্ট কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে ফোরাম গুলো, যা বাস্তবায়িত হচ্ছে ইউনিট প্যানেলগুলোর মাধ্যমে। এই মুহুর্তে যেই ফোরাম গুলো কার্যকর রয়েছে সেগুলো হলো - 

  •    চ্যারিটি ফোরাম,

  •    শিক্ষা ফোরাম, 

  •    স্বাস্থ্যসেবা ফোরাম,

  •    পরিবেশ ফোরাম,

  •    কালচারাল ফোরাম ও

  •    মিডিয়া ফোরাম


অসচ্ছল বন্ধুদের স্বাবলম্বীকরন, দুরারোধ্য বা জটিল রোগে আক্রান্ত এবং চিকিৎসা ব্যয়ভার বহনে অসমর্থ বন্ধুদের আর্থিক ও চিকিৎসা সেবায় সহযোগিতা, অসচ্ছল মৃত বন্ধুদের পরিবারকে পুনর্বাসনে সহযোগিতা সহ নানামুখী কার্যক্রমের মাধ্যমে ৮৮র দুঃস্থ বন্ধু এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে চ্যারিটি ফোরাম।

আমাদের পরবর্তী প্রজন্মের জন্য শিক্ষাবৃত্তি সহ, শিক্ষার্থীদের নানামুখী সহযোগিতা প্রদান এবং দেশের শিক্ষাব্যবস্থায় কল্যাণমূখী পরিবর্তন আনয়নের জন্য কাজ করছে শিক্ষা ফোরাম।

বন্ধুদের স্বাস্থ্যসেবায় সহযোগিতার পাশাপাশি সাধারন মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, হেলথক্যাম্প এবং দেশের পঞ্চাশোর্ধ জনগোষ্ঠীর হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক প্রতিরোধের জন্য জেলায় জেলায় 'ফিফটি প্লাস হেলথ ক্লাব' গঠনের পরিকল্পনা সহ বিভিন্ন কার্যক্রম নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ৮৮ স্বাস্থ্যসেবা ফোরাম।

বৃক্ষরোপন কর্মসুচী, পলিথিন মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের মানুষের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টি ও পরবর্তী প্রজন্মের জন্য একটি পরিবেশ বান্ধব বাংলাদেশ রেখে যাবার নিমিত্তে কাজ করছে বাংলাদেশ ৮৮ পরিবেশ ফোরাম।

সুস্থ্যধারার বিনোদন প্রদান এবং এ দেশের নিজস্ব সংস্কৃতিকে লালন করা ও পরবর্তী প্রজন্মের মাঝে সঞ্চালিত করার প্রত্যয় নিয়ে কাজ করছে বাংলাদেশ ৮৮ কালচারাল ফোরাম।

কালচারাল ফোরামের বিনোদনমুলক অনুষ্ঠান সহ বন্ধু সংগঠনটির সকল কার্যক্রমের শৈল্পিক উপস্থাপনা ও প্রচারের কাজ নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে বাংলাদেশ ৮৮ মিডিয়া ফোরাম, যার সাথে যুক্ত রয়েছে ৮৮'র একঝাঁক দক্ষ ও চৌকষ মিডিয়া ব্যক্তিত্ব।

এ মুহুর্তে চলমান রয়েছে বাংলাদেশ ৮৮'র একটি স্বতন্ত্র‍্য গঠনতন্ত্র, একটি সামাজিক সংগঠন হিসেবে বাংলাদেশ সরকার অধীনে ফাউন্ডেশন রেজিস্ট্রেশন ও সদস্যদের মেম্বার রেজিস্ট্রেশনের কাজ।

একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের জন্মকালে যেই প্রজন্মের জন্ম তারাই 'বাংলাদেশ ৮৮'। বাংলাদেশ ৮৮ তাই স্বাধীনতার প্রজন্ম। বাংলাদেশ ৮৮ বিজয়ী প্রজন্ম।

'আমরা বিজয়ী প্রজন্ম' এই মূলমন্ত্রে উজ্জীবিত এবং দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় লালিত প্রজন্মের হাত ধরেই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বন্ধু সংগঠন 'বাংলাদেশ ৮৮' ।

বন্ধুরা বাংলাদেশ ৮৮'র ওয়েবসাইটে তোমাদের স্বাগতম।

 

মেম্বার রেজিস্ট্রশন কার্ড ও প্রাসঙ্গিক কিছু কথা 

বন্ধুরা, মেম্বারশিপ কার্ড বা মেম্বার রেজিস্ট্রেশন কার্ড যে নামেই একে অভিহিত করি না কেনো এর উদ্দেশ্য কিন্তু এক ও অভিন্ন। প্রশ্ন হতে পারে সেটা কি? 

কার্ড তৈরী করার উদ্দেশ্য হচ্ছে, প্রকৃত ৮৮ বন্ধুদেরকে একটি সুশৃঙ্খল ডাটাবেজের মধ্যে নিয়ে আসা যেখানে তাদের সঠিক ও প্রকৃত তথ্য সংরক্ষিত থাকবে। রেজিস্ট্রেশন ফর্মে দেয়া তার তথ্য বিশ্লেষণ ও যাচাই বাছাইয়ের কিছু নির্দিষ্ট প্রক্রিয়া বা ধাপ শেষে তাকে গ্রুপের একজন রেজিস্টার্ড সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। ফলশ্রুতিতে গ্রুপের বিভিন্ন সামাজিক ও সেবামূলক কাজে তার সংশ্লিষ্টতা ও সেবা পাবার অধিকার তৈরী হবে। রেজিস্ট্রেশন কার্ড হবে সব রকমের সেবা গ্রহনের আইনানুগ দলিল। 

প্রসঙ্গ: রেজিস্ট্রেশন ফর্ম হার্ড কপি। 

১. ফর্মের উপরের অংশে 'Home District' এবং ফর্মের শেষের দিকে 'District' লেখা থাকাতে অনেকের মনে হয়তো দ্বিধার সৃষ্টিকরতে পারে। সুতরাং দুই অংশের 'District' এর ব্যাখ্যা নিচে দেয়া হলো। 

  ক)  উপরের 'Home District' অংশটিতে জন্মস্থান যে জেলাতে সেই জেলার নাম লিখতে হবে। 

  খ)  ফর্মের পরবর্তী অংশের District/Mohanagar কলামে তোমরা যে জেলা/মহানগর প্যানেলে রেজিষ্ট্রেশন করতে       ইচ্ছুকসেই জেলা/মহানগরের নাম লিখবে। উল্লেখ্য, রেজিস্ট্রেশন কার্ডের যে নাম্বার দেয়া হবে তা সিস্টেম জেনারেটেড   বা অটোমেটিক। 

  গ)  পুরো রেজিষ্ট্রেশন প্রক্রিয়াটি হবে প্যানেল কেন্দ্রিক। একটি উদাহরণ দিয়ে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করি।   কেউ   যদি ঢাকাজামালপুর থেকে রেজিস্ট্রেশনে ইচ্ছুক হয় তবে District/ Mohanagar এর ঘরে লিখবে সে Jamalpur   লিখবে। তার জন্মস্থানযদি রংপুর হয়, তবে Home District এর ঘরে Rangpur লিখবে। রেজিস্ট্রেশনকৃত বন্ধুদের   নাম্বারের ক্রমানুসারে রেজিষ্ট্রেশননম্বর হবে JAMALPUR-0001, JAMALPUR-0002... ইত্যাদি। কারো জন্মস্থান এবং   রেজিষ্ট্রেশনে ইচ্ছুক দুটো জেলাইজামালপুর হলে সে উভয় ক্ষেত্রেই Jamalpur লিখবে। কারো Home District রংপুর   কিন্তু ঢাকা মহানগর উত্তর থেকে রেজিষ্ট্রেশন করতে ইছুক, তবে Home District এর ঘরে Rangpur ও District/   Mohanagar এর ঘরে Dhaka north লিখবে। 

  ঘ) শুধুমাত্র বিদেশে অবস্থানরত বন্ধুদের জন্য - কারেন্ট কান্ট্রি ফিল্ডে সে বর্তমানে যে দেশে অবস্থান করছে সেই   দেশের নাম লিখবে। এক্ষেত্রে তার হোম ডিস্ট্রিক্ট ও নিচের ডিস্ট্রিক্ট ফিল্ডে তার হোম ডিস্ট্রিক্ট উল্লেখ করবে। তার   রেজিস্ট্রেশন নাম্বার হবে তার কারেন্ট কান্ট্রি ফিল্ডে যে দেশ লেখা হবে তার ভিত্তিতে। যেমন সে যদি USA তে থাকে   রেজিস্ট্রেশনকৃত বন্ধুদের নাম্বারের ক্রমানুসারে তার রেজিষ্ট্রেশন নাম্বার হবে USA-0001, USA-0002... ইত্যাদি। 

২. ফর্ম টি নিজ নিজ ইউনিট প্যানেলের কোঅরডিনেটর কর্তৃক অনুমোদিত হতে হবে। এরপর তথ্যগুলো ডাটাবেজে সংরক্ষিতহবে এবং স্ব স্ব বন্ধু কার্ড প্রাপ্ত হবে। 

৩. ফর্মে পূরণের জন্য মোট ১৫ টি ফিল্ড (ছবিসহ) রাখা হয়েছে। এর মধ্যে ১০ টি ফিল্ড (ছবিসহ) পূরণ করা বাধ্যতামূলক করা হয়েছে যথাযথ ও যৌক্তিক কারণেই। বাকি পাঁচটি ফিল্ড অপশনাল রাখা হয়েছে, যেমন: ইমেইল, ঠিকানা, পেশা, জাতীয় পরিচয়পত্র নাম্বার ও উপজেলা। এই ফিল্ডগুলি পূরণ বাধ্যতামূলক নয় কিন্তু করলে ভালো হয়। বাধ্যতামূলক ফিল্ডগুলোর পাশে লাল চিহ্নিত * চিহ্ন দেয়া হয়েছে। 

৩. ফর্মের নিচের একটি অংশে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তিতে জাতীয় পরিচয়পত্র নাম্বার ও এসএসসি পাশের সনদ চাওয়া হয়েছে। 

  ক) তবে জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকলে বন্ধুর আইনানুগ দলিলের স্বচ্ছতা থাকে বলে এটি চাওয়া হয়েছে তবে এটা অপশনাল করা হলো। কেউ দিতে না চাইলে তার না দেবার অধিকার সংরক্ষিত হলো।

  খ) এসএসসি পাশের সনদ চাইবার যৌক্তিক অনেক কারণের মধ্যে অন্যতম হচ্ছে যেহেতু এই প্লাটফর্মটির ভিত্তিই যেখানে ৮৮সেখানে রেজিস্ট্রেশন প্রসেস ও এর প্রকৃত সদস্যদের গ্রুপ সুবিধা দিতে আমরা শুধুমাত্র ১৯৮৮ সালে পাশ করা বন্ধুদেরকে এইকার্যক্রমের আওতাভুক্ত করবার জন্য নীতিগতভাবে সম্মত হয়েছি। সেক্ষেত্রে আমরা অনুরোধ করবো কোনোরকম ভুল বুঝাবুঝির উর্দ্ধে থেকে ১৯৮৮ সালে পাশ করা প্রকৃত বন্ধুরা তাদের এসএসসি সার্টিফিকেট মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফর্মের সাথে সংযুক্ত করবে। 

তবে উল্লেখ থাকে সার্টিফিকেট না থাকলে বা কেউ ব্যক্তিগত কারনে দিতে না চাইলে প্যানেল কোঅর্ডিনেটর কর্তৃক ভেরিফিকেশন/ অনুমোদন চুড়ান্ত প্রমাণ হিসেবে বিবেচিত হবে।  

৪. প্যানেল কোঅর্ডিনেটর এর ভূমিকা: এই মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ ও যাচাইয়ের প্রথম ধাপে স্থানীয়ভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্ধুটিই হচ্ছে সংস্লিষ্ট প্যানেলের কোঅর্ডিনেটর। স্বীকার করতে কোনোরকম দ্বিধা নেই যে ৬৪ টি জেলায় আমাদেরজেলা প্যানেল হয় নি বা কোনো কোনো জেলা প্যানেলের কার্যক্রম সচল নেই। তবে যেসব জেলাতে কার্যক্রম ব্যাপক সেখান থেকেই শুরু হোক এই মহতী উদ্যোগ। আমরা আশা রাখতে চাই, এই প্রক্রিয়া শুরু হলে আমাদের অন্যন্য জেলা প্যানেল তাদের ঐকান্তিকতা নিয়ে এগিয়ে আসবেই আসবে। 

 

৫. বন্ধু ফোরামে কোন কিছুই আবশ্যকীয় নয়। বাংলাদেশ ৮৮র ফেসবুক গ্রুপে সদস্য হিসেবে থাকলে যে তার রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক এমনটি নয়। তবে একজন ভেরিফাইড বা রেজিস্ট্রার্ড মেম্বার হতে চাইলেই কেবল ফর্মটি পুরন করতে হবে। 

৬. অনেকের প্রশ্ন রয়েছে যারা পুর্বের ফর্ম পুরন করেছে তাদের কি এই ফর্ম পুরনের প্র‍য়োজন আছে কি না। উত্তর - না। তবে যেসব জেলা ফর্ম পুরন করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে বর্তমান ফর্মটি ডাউনলোড করে পুরন করতে। 

পরিশেষে, বাংলাদেশ ৮৮ চাই একটি গঠনমূলক, অংশগ্রহণমূলক এবং সামাজিক সংগঠন হিসেবে সামনের দিকে এগিয়ে যেতে।কোনো উদ্যোগই ভুলের ঊর্ধে নয় তবে ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াটা হচ্ছে সার্থকতা। তোমাদের কোন সুপরামর্শ থাকলেতা ধন্যবাদের সাথে গৃহীত হবে। 

সবার সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করছি।

Our Mission

Connect all the friends from 1988 SSC batch and build a community where we care for each other, stand by each other in time of need and have fun together.

image1 (2).jpeg
Upcoming Events

News and Bulletin Board

  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page