

শারদীয় পোস্ট কন্টেস্ট
Fri, Sep 02
|Facebook Group Event
বাংলাদেশ ৮৮ কালচারাল ফোরাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে শারদীয় পোস্ট কন্টেস্ট এ।
Time & Location
Sep 02, 2022, 10:00 AM – 3:00 PM
Facebook Group Event
About the Event
প্রিয় বন্ধুরা,
বাংলাদেশ ৮৮ কালচারাল ফোরাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে শারদীয় পোস্ট কন্টেস্ট এ। নিচে কী করতে হবে দিলাম।
১) হ্যাশট্যাগ দিবা
#প্রকৃতি_ও_আমি
২) নিজের পছন্দের যে কোন একটি কবিতার ক' লাইন অথবা গানের কয়েক লাইন লিখবা।
৩) একদম প্রকৃতির মাঝে তোমার নিজের একটি ছবি দিবা।
কোন দরদালানের ভিতরে হলে হবে না।
প্রতিযোগিতার বাছাই/বিচার পদ্ধতিঃ
লাইক গুনে প্রথেম সাতজন ৮৮ বালক এবং সাতজন ৮৮ বালিকা নিয়ে লটারির মাধ্যমে তিন+তিন=ছয়জনকে মনোনীত করা হবে শুভেচ্ছা উপহারের জন্য।
পুরো বিষয়টি কালচারাল ফোরামের ইসি মেম্বার্স রা তত্ত্বাবধান করবে।
সময়সীমাঃ
২ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত।
হ্যাপি পোস্ট গিভিং!....
তাহমিনা শবনম হক
সমন্বয়ক
বাংলাদেশ ৮৮ কালচারাল ফোরাম
নমুনাঃ
#প্রকৃতি_ও_আমি
পৃথিবী দেখুক, এই তীব্র সূর্যের সামনে তুমি
সভ্য পথচারীদের আগুনে স্তম্ভিত ক’রে রেখে
উন্মাদ কবির সঙ্গে স্নান করছো প্রকাশ্য ঝর্ণায়।
- জয় গোস্বামী