

Group rules from the admins
-
রাষ্ট্র,সরকার,আন্তর্জাতিক, ব্যক্তি ও সংগঠন পোস্ট
কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং রাষ্ট্রীয় বিধান মোতাবেক রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এবং যে কোন রাজনৈতিক মতাদর্শের প্রচারনা কিংবা অন্য কোনো রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা কে হেয় করে বা ভাবমূর্তি ক্ষুন্ন করে অথবা ব্যক্তি কিংবা সংগঠন কে হেয় করে এমন কোনো লেখা, ছবি, কমেন্ট, অডিও বা ভিডিও কিংবা লিংক শেয়ার পোস্ট অনুমোদিত নয়।
-
ধর্মীয় এবং সাম্প্রদায়িক
কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী এবং ধর্মীয়,বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে পারে কিংবা গ্ৰুপের সদস্যদের মাঝে উস্কানি ছড়াতে বা বিভ্রান্তি ঘটাতে পারে এমন কোনো লেখা , ছবি, কৌতুক অডিও বা ভিডিও,কমেন্ট, এবং লিংক শেয়ার অনুমোদিত নয় | a.যেকোনো ধর্মীয় উৎসব ও বিশেষ দিনের শুভেচ্ছা বার্তা,ছবি , ভিডিও ব্যাতীত সকল ধর্মের বন্ধুদের প্রতি সন্মান প্রদর্শন পূর্বক সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার নিমিত্তে সকল প্রকার ধর্মীয় বানী,উদ্ধৃতি ইত্যাদি প্রচার( লিখা ও কমেন্টস)গ্রুপে অনুমোদিত নয়।
-
শিশু ও লিঙ্গ বৈষম্য সংক্রান্ত
কমিউনিটি স্ট্যান্ডার্ড ও দেশে প্রচলিত আইন অনুসারে নিম্ন লিখিত বিষয় এবং লিংক শেয়ার গ্রুপে অনুমোদিত নয়। a . নারী,পুরুষ ও তৃতীয় লিঙ্গের আপত্তিকর, বৈষম্যমূলক ,উস্কানিমূলক, উত্তেজনামূলক তথ্য-উপাত্ত, তির্যক কমেন্টস ও লেখা , কৌতুক, ছবি, ভিডিও। b . নারী বা পুরুষের অশালীন পোষাক, অনাবৃত শরীর বা আপত্তিকর বা উত্তেজক ছবি ,ভিডিও। c . নিজের পরিবার ছাড়া নাবালক শিশু কিংবা কিশোর কিশোরীর যেকোনো ছবি সম্বলিত যে কোনো প্রকার পোস্ট।
-
ব্যক্তি, গ্ৰুপের পরিবেশ ও আন্তঃসম্প্রীতি
কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী গ্রুপের সদস্যদের মনে অসন্তোষ,অপ্রীতিকর মনোভাব বা বিভ্রান্তি ও বিরক্তি সৃষ্টি করতে পারে এমন কোন লেখা, কমেন্ট,ছবি, কৌতুক অডিও বা ভিডিও এবং লিংক শেয়ার গ্রুপে অনুমোদিত নয়। a. ব্যাংগাত্মক, আপত্তিজনক লেখা,কমেন্ট,ছবি ও ভিডিও অনুমোদিত নয়। b.লেখা বা কমেন্টে অশোভনীয় ভাষা এবং শব্দের ব্যবহার অনুমোদিত নয়। c. অশ্লীল,ইঙ্গিতপূর্ন, উস্কানী মূলক শব্দ, ভাষা এবং ছবির ব্যবহার অনুমোদিত নয়। d. ব্যক্তি ও সংগঠনের প্রতি আক্রমনাত্বক, উস্কানিমূলক কোনো পোস্ট অনুমোদিত নয়।
-
বিভ্রান্তি ও উদ্দেশ্যমুলক
বিভ্রান্তি ও উদ্দেশ্যমুলক ভাবে কাউকে হেয় করার উদ্দেশ্য নিয়ে অবাঞ্চিত, ভিত্তিহীন,অসত্য ও অশ্লীল শব্দের ব্যাবহার করে কোন লেখা,কমেন্ট,ছবি কৌতুক অডিও বা ভিডিও এবং লিংক শেয়ার গ্রুপে অনুমোদিত নয়।
-
ছবি ও ভিডিও ও লিংক শেয়ার
কোনো লিংক, পেইজ, ব্লগ শেয়ার গ্রুপে অনুমোদিত নয়।নিজের আইডি থেকে আপলোডকৃত এবং কোনরূপ মুখবন্ধ ছাড়া অসামঞ্জস্যপূর্ণ কোন ইউটিউব বা অন্য কোনো সামাজিক মাধ্যমের ভিডিও ,পেজ ব্লগ বা ওয়েবসাইট এবং অন্য কোন গ্রুপ, ফ্যান ক্লাবে যোগদানের আমন্ত্রণ সংক্রান্ত লিংক, পোস্ট গ্রুপে অনুমোদিত নয়। ব্যবসা সংক্রান্ত পোস্ট: পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নিজের বা অন্য কারো যেকোনো ধরনের ব্যবসায়িক প্রচার-প্রচারণা বা এ সংক্রান্ত পোস্ট অনুমোদনযোগ্য নয়।
-
মানবিক সাহায্য সংক্রান্তসাহায্য সংক্রান্ত
জরুরী পরিষেবা- ডাক্তার, আইনজীবী, রক্তের সন্ধান, অক্সিজেন সাহায্য ও বিভিন্ন পেশাজীবি বন্ধুদের সাথে যোগাযোগের পোস্ট ব্যতীত অন্যান্য যে কোন আর্থিক সাহায্যের আবেদন মোবাইল নাম্বার/ব্যাংক হিসাব নাম্বার, বিকাশ নাম্বার সহ/ ব্যতিত পোস্ট অনুমোদিত নয়। সেক্ষেত্রে চ্যারিটি ফোরামের সাথে যোগাযোগ করার অনুরোধ করা হলো।
-
প্রতিক্রিয়া মূলক
মাধ্যমে সাম্প্রতিক ভাবে ভাইরাল যা সদস্যদের মনে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এমন লেখা, কমেন্ট,ছবি, কৌতুক অডিও বা ভিডিও কিম্বা লাইভ ভিডিও শেয়ার এবং লিংক অনুমোদিত নয়। এডমিন প্যানেলের অনুমোদন ছাড়া গ্রুপে কোন রকম ভোটাভুটির জন্য পোলিং পদ্ধতি তৈরী করতে পারবে না। সহযোগী বা আঞ্চলিক গ্রুপ সংক্রান্ত: বাংলাদেশ ৮৮ এর সহযোগী বা বিভিন্ন অঞ্চল ভিত্তিক ছোট ছোট বন্ধু গ্রুপ গুলো কর্তৃক যেকোনো পোস্ট বা লেখায় তাদের নামের আগে অবশ্যই "বাংলাদেশ ৮৮" উল্লেখ করতে হবে অন্যথায় অনুমোদিত নয়।
-
প্রচলিত ডিজিটাল সিকিউরিটি আইনের পরিপন্থী
ফেসবুক স্ট্যান্ডার্ড ও দেশের প্রচলিত ডিজিটাল সিকিউরিটি আইনের পরিপন্থী
a) যেকোনো রাজনৈতিক বক্তব্য সম্বলিত কোন পোস্ট, কমেন্ট,ছবি গ্রুপে অনুমোদিত নয়।
b) ধূমপান সহ যেকোনো ধরনের মাদকের প্রচার-প্রসার কিংবা এত সংক্রান্ত ছবি, ভিডিও , লিংক গ্রুপে অনুমোদিত নয়।
-
ফেসবুক কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ বিষয়াদি
Violence, Harassment, False information, Spam, Hate speech, Terrorism, Gross content, intellectual property, copy right, fraud or scam, Mocking victims কোনোভাবেই গ্রুপ সমর্থন করে না।