

৪ঠা ফেব্রুয়ারী। বাংলাদেশ ৮৮'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী
Sat, Feb 04
|৪ঠা ফেব্রুয়ারী।


Time & Location
Feb 04, 2023, 12:00 AM – Feb 05, 2023, 12:00 AM
৪ঠা ফেব্রুয়ারী।
About the Event
বন্ধুরা সালাম।
আসছে ৪ঠা ফেব্রুয়ারী। বাংলাদেশ ৮৮'র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী।
দেশ প্রবাসব্যাপী ছড়িয়ে থাকা এস এস সি ৮৮ পরীক্ষার্থী বন্ধুদের মাঝে নেটওয়ার্কিং, সুখে দুখে বন্ধুদের পাশে দাঁড়ানো আর দেশের সামাজিক উন্নয়নে অংশগ্রহণ-- এই তিন অংগীকার নিয়ে বিজয়ী প্রজন্মের বন্ধু সংগঠনটি আত্মপ্রকাশ করে ২০২০ সালের ৪ঠা ফেব্রুয়ারী।
ফেসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু হলেও বাংলাদেশ ৮৮ আজ একটি পুর্ণাংগ বন্ধু সংগঠন, যার ভিত্তি জেলা, মহানগর ও প্রবাস প্যানেল। বন্ধু সংগঠনটির লক্ষ্যকে বাস্তবায়ন করতে চ্যারিটি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, কালচারাল ও মিডিয়া ফোরামের মাধ্যমে পরিচালিত হচ্ছে দেশ ও প্রবাসব্যাপী নানান কার্যক্রম।
প্রতিষ্ঠাবার্ষিকী, ভালোবাসা দিবস, ফাল্গুন আর ভাষাদিবসকে সামনে রেখে নানান বর্ণিল অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে প্রায় মাসব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর নানান আয়োজন।
আয়োজনের ব্যাপ্তি বিস্তৃত হবে দেশ থেকে প্রবাসে, জেলা থেকে উপজেলা পর্যায়ে। নিজ নিজ প্যানেল কো অরডিনেটরদের মাধ্যমে ফর্ম পুরন করা বন্ধুদের হাতে পৌঁছে যাবে বাংলাদেশ ৮৮'র আকর্ষনীয় মেম্বারশীপ কার্ডটি।



