প্রতিযোগিতার বিষয়ঃ প্রতিষ্ঠাবার্ষিকীতে_বাংলাদেশ_৮৮_নিয়ে_আমার_ভাবনা_আমার_অনুভূতি
- Nirjhar
- Feb 1, 2023
- 2 min read
বন্ধুরা সালাম। বাংলাদেশ ৮৮র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেব্রুয়ারী মাস জুড়ে থাকছে নানান আয়োজন। এ উপলক্ষে গ্রুপে একটি ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পুরো ফেব্রুয়ারী মাস জুড়ে চলবে এই প্রতিযোগিতা। ## প্রতিযোগিতার বিষয়ঃ #প্রতিষ্ঠাবার্ষিকীতে_বাংলাদেশ_৮৮_নিয়ে_আমার_ভাবনা_আমার_অনুভূতি ## নিয়মাবলীঃ বাংলাদেশ ৮৮ ফেসবুক গ্রুপ বা বন্ধু সংঠনটি নিয়ে তোমার নিজস্ব ভাবনা, স্মৃতিচারন, ভালোলাগা, খারাপ লাগা, রাগ, দুঃখ, ক্ষোভ, অর্জন, বিসর্জন, প্রাপ্তি, অপ্রাপ্তি, আলোচনা, সমালোচনা, কোন আইডিয়া, আদেশ, উপদেশ, যে কোন অনুভুতি প্রকাশ করতে পারো... সেইসব অনুভুতি গুলো যা বলবো বলবো করেও বলা হয় নি আজ অবধি। ## সাথে অবশ্যই প্রতিষ্ঠাবার্ষিকীর লোগো সমন্বিত তোমার সবচেয়ে সুন্দর ছবিটি। ছবিতে লোগো সেট করতে পারছো না.. সাহায্য নাও এদের। Suberna Islam Ehasanul Azim Rasel Shahadat Hossain Khokan ## পোস্টে হ্যাশ ট্যাগ থাকতে হবে, #প্রতিষ্ঠাবার্ষিকীতে_বাংলাদেশ_৮৮_নিয়ে_আমার_ভাবনা_আমার_অনুভূতি ## যারা হ্যাশ ট্যাগ করতে পারছো না, তারা পোস্টের শিরোনামে লিখতে পারো 'প্রতিষ্ঠাবার্ষিকীতে বাংলাদেশ ৮৮ নিয়ে আমার ভাবনা বা অনুভুতি'। ## পুরস্কার ঘোষনা করা হবে মার্চের ১০ তারিখ। (গোপনে জানিয়ে রাখি, পুরস্কার কিন্তু বিশাল.. অত্যন্ত আকর্ষণীয়!!!!) ## কি কি ক্যাটাগরিতে পুরস্কার থাকছেঃ ৩ ক্যাটাগরিতে পুরস্কার থাকবে ১. সর্ব্বোচ্চ রিএকশন ১-৩ জন ২. সৃজনশীল পোস্ট ১-৩ জন (শীঘ্রই বিচারকদের নাম প্রকাশ করা হবে) ৩. সমস্ত প্রতিযোগীদের মধ্য থেকে লটারীর মাধ্যমে বিজয়ী ১-৩জন। ## বন্ধুরা আমরা অধিকাংশরাই কেউ সাহিত্যিক বা লেখক নই। আর আমরা আমরাই তো। তাই নিঃসংকোচে লিখো। মন খুলে লিখো। আবেগ উজাড় করে লিখো। সর্বনিম্ন ২ শব্দ থেকে সর্ব্বোচ্চ ২,০০০ শব্দে প্রকাশ করো তোমার ভাবনা, তোমার অনুভূতি। তোমার এই লেখা পড়েই উচ্ছ্বসিত হতে পারে হাজারো বন্ধু। তোমার লেখাতেই সংশোধিত হতে পারে আমাদের ভুল গুলো। তোমার ভাবনাতেই উঠে আসতে পারে বন্ধু সংগঠনটি আগামী দিনের দিনের পথ নির্দেশনা। তাই আর দেরি নয়। প্রস্তুতি নিতে থাকো। ঝাপিয়ে পড়ো ৩১ জানুয়ারী বাংলাদেশ সময় রাত ১২ টার পর থেকে ২৮ ফেব্রুয়ারী রাত ১২টা পর্যন্ত।

Comments