top of page
1st page Final_edited_edited_edited.jpg

Menu

Education Forum Logo 2.png
image6_edited.jpg

Forum Representative:

Shome Biplob

ভবিষ্যত পরিকল্পনা:
-----------------------
জেলা শিক্ষাবৃত্তি
----‐----‐-------------
প্রিয় বন্ধুরা,
শিক্ষা ফোরাম ৮৮ ক্রমান্বয়ে স্বপ্ন পূরণের অগ্রযাত্রা অব্যহত রাখছে। ভীষণ আবেগ আর ভালবাসায় স্বপ্নগুলিকে বাস্তবে রূপ দেয়ার চেষ্টাও করে যাচ্ছি আমরা। এই স্বপ্নযাত্রায় আমাদের সাহস যোগাচ্ছে একদল ৮৮ বন্ধু যাদের বুকভরা ভালবাসা। এই মহৎপ্রাণ বন্ধুদের কাছে কৃতজ্ঞ। এরই ধারাবাহিকতায় আমরা জেলা ভিত্তিক শিক্ষাবৃত্তি চালু করতে চাই জেলার স্থায়ী বাসিন্দা বন্ধুদের সন্তানদের জন্য।

বৃত্তির পরিমানঃ
প্রতিমাসে প্রার্থীর অবস্থান বিবেচনায় মাসিক ভিত্তেতে ১(এক) বৎসরের জন্য বৃত্তি প্রদান করা হবে l অবস্থাভেদে শিক্ষার্থীর অন্যান্য আর্থিক  প্রয়োজন বিবেচনা করা হবে।

প্রার্থী:
একজন এতিম অথবা অসুস্থ ৮৮ বাবা/মা যাদের আর্থিক অবস্থা মেয়ের পড়াশুনার জন্য বাধাস্বরূপ তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হবে !

'আমার স্কুল' প্রকল্প
-----------------------
আমরা শিক্ষা ফোরামের কার্যক্রম শুরুর দিকে একটি প্রাথমিক ঘোষণা দিয়েছিলাম আমাদের ভবিষ্যত কার্যক্রমের বিষয়ে। আমাদের একটি স্বপ্ন প্রকল্প ছিল "আমার স্কুল" প্রকল্প। এই প্রকল্পের আওতায় আমরা আমাদের জেলার বন্ধুদের সহযোগিতায় সংশ্লিষ্ট জেলায় একটি স্কুলকে নির্বাচন করে সেই স্কুল ভিত্তিক বিভিন্ন সচেতনতা ও উদ্দীপনামূলক কার্যক্রম পরিচালনা করব। এই প্রকল্পে যুক্ত হবে আমাদের বিশেষজ্ঞ বন্ধুরা ও স্বেচ্ছাসেবকবৃন্দ। পাশাপাশি এই প্রকল্পে আমরা যুক্ত করব আমাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের। এই বিষয়ে আমরা পর্যায়ক্রমে বিস্তারিত কর্মপরিকল্পনা ঘোষণা করব।

প্রজন্ম'৮৮
-------------
প্রিয় বন্ধুরা,
আমরা শিশু কিশোর মানসিক বিকাশে ও একটি সুন্দর ভবিষ্যত গঠনে ভূমিকা রাখতে কিছু উদ্যোগ নিচ্ছি।
মূলত: দুইটি বা তিনটি বয়সভিত্তিক গ্রুপ নিয়ে আমরা কাজ করতে চাই।
  ০৩-০৮ বছর
  ০৯ -১২ বছর
  ১৩-১৬ বছর
আমাদের কার্যক্রম শুরু হবে অনলাইনভিত্তিক। তবে ভবিষ্যতে করোনা পরিস্থিতির উন্নতি হলে আমরা শিশু ও তাদের অভিভাবকদের মতামতের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করব যাতে করে তারা শারীরিকভাবেও উপস্থিত থেকে তাদের সমবয়সীদের সাথে মেশার সুযোগ পায়।

আমাদের এই কার্যক্রম মূলত: ৮৮ বন্ধুদের সন্তানদের জন্য হবে। প্রাথমিভাবে অনলাইনভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের প্রস্তাব করা হল:

১। বিভিন্ন বয়সভিত্তিক শিশু ও কিশোরদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, রচনা ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করা।

২। বিভিন্ন '৮৮ আইকন বন্ধুদের নিয়ে বাচ্চাদের জন্য উদ্দীপনামূলক অনুষ্ঠানের আয়োজন করা, যাতে করে আমাদের সন্তানদের মানসিক বিকাশ ও ভবিষ্যতের পেশা নির্বাচনের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তগ্রহণ সহজ হয়।

৩। আমাদের সন্তানদের শুদ্ধ বাংলা শেখার পাশাপাশি এক বা একাধিক বিদেশী ভাষা শেখায় উদ্বুদ্ধ করা। একই সাথে ইংরেজী বলার সাবলীলতা অর্জনে বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা দেয়ার জন্য আমাদের প্রবাসী বন্ধুদের সাথে অনলাইনভিত্তিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

৪। কারিগরী ও অপ্রচলিত পেশা যেমন: ফ্যাশন ডিজাইন, ভোকেশনাল বা ট্রেড কোর্স সম্পর্কে নতুন প্রজন্মকেও একটি ধারনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এই উদ্যোগটিকে সফল করার জন্য আমাদের ৮৮ বন্ধু সুলতান মাহমুদ ও শিক্ষা ফোরামের সংগঠক খালেদ বারী  নোভেল যৌথভাবে কাজ করবে। মূল কাজটি করবে আমাদের  ৮৮ বন্ধুদের নিয়ে একটি টীম।

প্রিয় বন্ধুরা,
আমরা মুক্তিযুদ্ধের প্রজন্ম বাংলাদেশের লক্ষ শহীদের স্বপ্ন পূরণে অঙ্গীকার করেছি। দেশ ও দেশের বাইরে আমাদের হাজার হাজার বন্ধুরা রয়েছে। আমাদের সবার মিলিও প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি অন্তত কয়েকটি পরিবারের মুখে হাসি এনে দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যত প্রজন্ম আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ করবে, তারাও উদ্দীপ্ত হবে আমাদের দেখানো পথে এগিয়ে আসতে। একটি শিক্ষিত সমাজ ও সুশিক্ষিত জাতি বাংলাদেশের ভবিষ্যত সুনির্মানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। আমরা কি আমাদের প্রাণপ্রিয় স্বদেশের  বিনির্মানে একটু ভূমিকা রাখতে পারব না? অবশ্যই পারব।

বন্ধুত্বের শক্তি দিয়ে এসো ভবিষ্যত প্রজন্মের জন্য একটি সুন্দর আগামী নিশ্চিত  করি। ভালবাসা সবার জন্য। 

image0.jpeg
  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page