top of page
1st page Final_edited_edited_edited.jpg

Menu

IMG_9013.jpeg
IMG_9013.jpeg

Forum Representative:

Bashar Siddique

বন্ধুরা, আনন্দের সাথে জানাতে চাই, আজ ২৬/০৮/২২ ইং তারিখ থেকে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে 'বাংলাদেশ ৮৮ স্বাস্থ্য ফোরাম'। ফোরামের উদ্দেশ্য থাকবে, আমাদের সীমিত সাধ্যের মধ্যে ৮৮র বন্ধুদের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে স্বাস্থ্যসেবা পৌঁছিয়ে দেয়া।
বন্ধুরা, নিশ্চিত করতে চাই, আমাদের অন্যান্য সেবা ফোরামের মতো স্বাস্থ্যসেবা ফোরামটিও ৮৮র সকল বন্ধুদের জন্য উন্মুক্ত।

ফোরামের প্রস্তাবিত সেবা বা কার্যক্রম সমুহঃ

১. ফোনে জরুরী স্বাস্থ্য সেবা পরামর্শঃ

প্রথম অবস্থায় ৩ জন ডাক্তারকে নিয়োগ দেবার পরিকল্পনা রয়েছে, যারা গ্রুপের বন্ধুদের প্রয়োজনে সার্বক্ষনিক ফোনের মাধ্যমে জরুরী স্বাস্থ্য পরামর্শ প্রদান করবে। 

২. ফোনে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা পরামর্শঃ

৮৮ র সকল বন্ধুদের পাশে দাঁড়ানোর সদিচ্ছা প্রকাশ করেছে আমাদের বেশ ক'জন বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধু। এই সংখ্যা দিনে দিনে বাড়বে বলে আমার দৃঢ় বিশ্বাস। মাসের ভিন্ন ভিন্ন নির্দিষ্ট সময়ে এক এক বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধুরা হোয়াটস অ্যাপে বা মেসেঞ্জারে ৮৮র বন্ধুদের চিকিৎসা পরামর্শ দিবে।

বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধুদের গ্রুপের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা, কৃতজ্ঞতা কারন শত ব্যস্ততা স্বত্ত্বেও তারা শুধু বন্ধুত্বের টানে, বাংলাদেশ ৮৮র বন্ধুদের জন্য সময় দেবার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে। নীচে তাদের তালিকা দেয়া হলো।

২. ফিফটি প্লাস হেলথ ক্লাবঃ

পঞ্চাশোর্ধ বয়সজনিত বিভিন্ন রোগ রোগ যেমন হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক ইত্যাদি রোগের প্রতিরোধ করাই 'ফিফটি প্লাস হেলথ ক্লাব' ধারনার উদ্দেশ্য। প্রতিটি জেলায় একজন ডাক্তারের তত্ত্বাবধানে কিছু কার্যক্রম, স্বল্প কয়েকটি রক্তের পরীক্ষা এবং কিছু স্বাস্থ্য পরামর্শের মাধ্যমে আমরা আমাদের হার্ট এটাক এবং ব্রেইন স্ট্রোক রোগ দুটো থেকে অনেকাংশেই ঝুকি মুক্ত থাকতে পারি। তোমরা জানো, হার্ট এটাক ও ব্রেইন স্ট্রোক রোগে প্রতিনিয়তই প্রাণ হারাচ্ছে আমাদের অনেক বন্ধু। কাজেই এসো আমরা এই মরণঘাতী রোগ দুটোকে 'না' বলি। মেহেরপুর জেলায় ইতোমধ্যেই এই প্রজেক্টের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আমাদের সকল ইউনিট গুলো এই কার্যক্রমে এগিয়ে আসবে।

৩. হেলথ ক্যাম্পঃ

আমাদের  ইউনিট প্যানেলগুলোর বিশেষজ্ঞ  ডাক্তার বন্ধু ও জেলার আগ্রহী ডাক্তারদের নিয়ে আমরা বিভিন্ন সময়ে দেশব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প কররে পারি। উদ্দেশ্যঃ আমাদের সাধ্যের মধ্যে ৮৮ র বন্ধু তাদের পরিবার, পরিজন ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কাছে নুন্যতম স্বাস্থ্য সেবা/ স্বাস্থ্য পরামর্শ পৌঁছিয়ে দেয়া। এ বিষয়ে সহযোগীতার আশ্বাস মিলেছে আমাদের ৮৮র এক বন্ধুর কাছ থেকে, যিনি দেশের একটি স্বনামধন্য ঔষধ কোম্পানীর উচ্চ পদস্থ কর্মকর্তা। আগ্রহী ইউনিট গুলো যোগাযোগ করতে পারো।

৪. অনলাইন প্রোগ্রামঃ

বিভিন্ন রোগব্যাধি বিশেষতঃ ৫০ উর্দ্ধ বয়সীদের সাধারন স্বাস্থ্য সমস্যা গুলোর উপর আলোকপাত করে বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধুদের নিয়ে অনলাইনে আলোচনা অনুষ্ঠান হবে। সেখানে বন্ধুরা সরাসরি বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে কথা বলতে পারবে।

এর বাইরে, মানবিক চিকিৎসক বন্ধু ডাঃ শফিকের পরিচালনায় দেশব্যাপী আই ক্যাম্প, চ্যারিটি ও স্বাস্থ্যসেবা ফোরামের সমন্বয়ে দেশব্যাপী মহিলাদের স্তন ও জরায়ুতে ক্যান্সার প্রতিরোধে জনসচেতনতা সহ বেশ কিছু ভাবনা আলোচনাধীন রয়েছে। এ বিষয়ে আমাদের সবচেয়ে বড় শক্তি আমাদের অত্যন্ত মানবিক ক'জন চিকিৎসক বন্ধু এবং আমাদের প্রাণের বন্ধু গ্রুপটির প্রতি সদস্য বন্ধুদের অগাধ আস্থা।

ফোরামটির বিষয়ে তোমাদের কোন সুপরামর্শ থাকলে জানাবে। অনেক ভালোবাসা বন্ধুরা।

বিশেষজ্ঞ চিকিৎসক বন্ধুদের নামের তালিকা ও সময়সুচীঃ

১. ডা. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, চক্ষু বিভাগ, শেবাচিম হাসপাতাল
মাসের ১ম ও ৩য় বৃহস্পতিবার  রাত ৯টা থেকে ১১টা।
হোয়াটস অ্যাপ নম্বর +880 1711-579000
Shafiqul Islam

২. ডা. লে. কর্ণেল পারভেজ, মেডিসিন বিশেষজ্ঞ
প্রতি মঙ্গলবার রাত ৮ টা থেকে ১০টা

হোয়াটস অ্যাপ নম্বর +880 1769 110186
Sharif Mohammad Rezaul Masud

৩. ডা. আবুল বাশার, কনসাল্টেন্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। ইন্টারভেনশনাল পেইন স্পেশালিস্ট।
যেকোন ধরনের পুরোনো ব্যথা, বিশেষত কোমর ব্যথা, হাটুর ব্যথা, কাধের ব্যথা, ঘাড়ের ব্যথা ইত্যাদির আধুনিক পদ্ধতিতে চিকিৎসার জন্য বিশেষজ্ঞ।
মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতি বার, রাত ১০টা থেকে ১১টা
Bashar Siddique 
হোয়াটস অ্যাপ নম্বরঃ +8801711 102452

৪. ডা. দিদারুল আলম, সহকারী অধ্যাপক, সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল।
মেডিসিন ও কোভিড বিষয়ক পরামর্শের জন্য

মাসের ২য় ও ৪র্থ শুক্রবার ৮টা থেকে ১০টা।
হোয়াটস অ্যাপ নম্বর +8801819186537
Mohammad Didarul Islam

৫. ডা. এহসান, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
মাসের ২য় ও ৪র্থ বৃহস্পতিবার রাত ৯টা থেকে ১১টা

হোয়াটস অ্যাপ নম্বর +880 1776-110102
Mohammed Ehsan

৬. ডা. আরিফ, কন্সালটেন্ট ফিজিশিয়ান ও রেডিওলজিস্ট
যেকোন ধরনের স্বাস্থ্য পরামর্শের জন্য এবং
যে কোন ধরনের এক্সরে, সিটি স্ক্যানিং বা এম আর আই রিপোর্টিং সংক্রান্ত পরামর্শ।

মাসের ১ম ও ৩য় শনিবার রাত ৯ টা থেকে ১০টা
হোয়াটস অ্যাপ নম্বর +8801711138606
Ferdaus Ahmad Al-Arif

৭. ডা. নাইমা সুলতানা
স্ত্রী রোগ বা গাইনোকোলজিকাল সময় মস্যার জন্য
প্রতি মাসের শেষ শনিবার  রাত ৮ টা থেকে ৯ টা
Naima Sultana
মেসেঞ্জারে যোগাযোগ করবে।

৮. ডা. মনিরুজ্জামান শাহীন
ফ্যামিলি ফিজিশিয়ান
সহকারী পরিচালক
শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

প্রতি সপ্তাহ সোমবার রাত ৮ থেকে ৯ টা
Moniruzzaman Shahin

৯. ডা. অসিত মজুমদার
ডায়াবেটিস বিশেষজ্ঞ ও ফ্যামিলি ফিজিসিয়ান

01712894832 ( হোয়াটাস অ্যাপ ও ইমো)
প্রতি রবিবার রাত ৯ টা থেকে রাত ১০টা
Ashit Mazumder

ইনশাআল্লাহ এই তালিকায় খুব শীঘ্রই যুক্ত হবে আমাদের আরো অনেক অনেক মানবিক বন্ধু।

বন্ধুরা, লিংক শেয়ার করা হলো, তোমরা জয়েন করতে পারো।
https://www.facebook.com/groups/616516702991988/?ref=share_group_link

IMG_9025.jpg
  • Facebook
  • Twitter
  • Instagram
bottom of page